When working with js, we must have a sound knowledge of the differences between these two types. Call by value and Call by Reference can also be addressed as Pass by value and Pass by Reference respectively.
জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপটিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য ব্যবহার করা হয়। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরই কম্পাইলেশনের জন্য নিজস্ব ইঞ্জিন অথবা কম্পাইলেশন প্রসেস আছে, জাভাস্ক্রিপ্ট এর ব্যতিক্রম নয়। জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন টি একটি কম্পিউটার প্রোগ্রামের মতোই।
অর্থাৎ স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ (Scripting language) সমূহ interpreted এবং এক ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা কোডগুলো স্বয়ংক্রিয়ভাবে একটি runtime environment এ সম্পাদন করতে পারে।
আমি চেয়ারে বসে আরাম করে বাংলায় যে এই প্রচ্ছদটি লিখছি তা কি এমনি এমনি সম্ভব হয়েছে! প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর যুগে যুগে উন্নতি সাধনের ফলে আজ আমরা এত দূর এসেছি।